Tuesday, March 26, 2019

সভ্য এ পৃথিবী // রণেশ রায়

5


সময় থেমে গেছে,


আজের এই বারবেলায়,


তার সে প্রবাহ নেই আর,


দাঁড়িয়ে গেছে নিশ্চল নিশ্চুপ


কোলাহল নেই তার,


পাখিরা লুকায় কুলায়


বাতাস বহে না


ফুল ফোটে না আর


জঙ্গলের ক্রন্দন শোনা যায়,


পৃথিবী স্থবির নিশ্চল, নেই তার কলরব


মেঘের আড়ালে সূর্য মুখ লুকায়,


ঘুমে অচেতন সমুদ্র আজ


পাহাড় প্রত্যয় হারায়,


এ পৃথ্বী নিজেকে করে না প্রদক্ষিন


সে শৃঙ্খলিত শোষণের কারায়,


একাকার আদি কলি রাত দিন


ধর্মের ওষ্ঠে অধর্ম চুমো খায়


অন্ধকার নামে চেতনায়।


এরই মাঝে লড়াইয়ের ডাক


বসন্তের বজ্র নির্ঘোষ


পোয়াতি মায়ের গর্ভে নতুনের জন্ম,


পরিবর্তনের বার্তা শোনা যায়


গর্জে ওঠে জনতার রোষ।